প্রশ্ন
রাসূল (সা.) কি কখনো পেঁয়াজ খেয়েছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) রান্না করা পেঁয়াজ খেয়েছেন। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন,
إِنَّ آخِرَ طَعَامٍ أَكَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامٌ فِيهِ بَصَلٌ
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বশেষ যে খাবার খেয়েছিলেন, তাতে (রান্না করা) পেঁয়াজ ছিলো।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮২৯]
তবে কাঁচা পেঁয়াজ খেয়েছেন- এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। তাছাড়া কাঁচা পেঁয়াজে মুখে দুর্গন্ধ হয়। আর রাসূল (সা.) এ বিষয়টি অপছন্দ করতেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20052/article-details.html