প্রশ্ন
জনৈক বক্তাকে একটি হাদিসে কুদসী বলতে শুনলাম। তিনি বলেন, বান্দা আল্লাহকে ভুলে আল্লাহ তাকে তাঁর বিভিন্ন অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেন। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিসে কুদসী আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এমন কোনো হাদিসে কুদসী আমারা সহিহ সনদে খুঁজে পাইনি। এমনকি কোনো যয়ীফ সনদেও না। বরং এ সম্পর্কে একটি বর্ণনা হিলয়াতুল আউলিয়া নামক এক কিতাবে তাবেয়ী মুহাম্মাদ বিন কাব আল কুরাজী (রহ.)-এর সূত্রে পাওয়া যায়। তিনি উক্ত বর্ণনা উল্লেখ করার আগে বলেন,
قرأت في التوراة – أو قال في صحف إبراهيم الخليل – فوجدت فيها
আমি তাওরাত পাঠ করেছি অথবা তিনি বলেন, আমি ইবরাহীম (আ.)-এর সহিফা পাঠ করেছি। তাতে উক্ত বর্ণনা পেয়েছি। [হিলয়াতুল আউলিয়া ১০/৩৯৯]
উক্ত বর্ণনা না রাসূল (সা.)-এর দিকে নিসবত করা হয়েছে, আর না কোনো সাহাবির দিকে নিসবত করা হয়েছে। কাজেই উক্ত বর্ণনাকে হাদিসে কুদসী হিসেবে বর্ণনা করা কোনোক্রমেই বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20001/article-details.html