প্রশ্ন
আমাদের মহল্লার খৃস্ট সমাজ বড়দিন উপলক্ষ্যে বাড়ি বাড়ি চাঁদার জন্য আসে। জানতে চাচ্ছি, তাদের চাঁদা দিলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম কাজে সহযোগিতা করা হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَ التَّقْوٰی ۪ وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ
‘আর নেকি ও তাকওয়ায় পরস্পর সহযোগিতা কর এবং গুনাহের কাজ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
বড়দিন খৃস্টানদের ধর্মীয় উৎসব। কাজেই উক্ত উৎসবে চাঁদা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19992/article-details.html