প্রশ্ন
আমাদের এলাকায় প্রসিদ্ধি আছে যে, জালালি কবুতর ধরা ও খাওয়া যায় না। জানতে চাচ্ছি, এ কথাটা কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত কথার কোনো ভিত্তি নেই। জালালি কবুতর বলতে কবুতরের কোনো বৈজ্ঞানিক নাম হয় না। বরং বাংলাদেশে যে সকল কবুতরকে জালালি বলা হয় তা শাহ জালাল (রহ.)-এর নামের সাথে মিল রেখে রাখা হয়েছে। মূলত এগুলো হল বন্য কবুতর। কাজেই অন্যান্য বন্য প্রাণির মত এগুলো শিকার করা বা খাওয়া উভয়ই জায়েয আছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19938/article-details.html