প্রশ্ন
কিছুদিন পূর্বে এক ব্যক্তিকে দেখলাম, কবর যেয়ারত করার সময় হাত উঠিয়ে সালাম দিচ্ছে। আগে কখনো কাউকে এমনটি করতে দেখিনি। তাই এ ব্যাপারে ইসলামের বিধান জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরবাসীকে সালাম দেওয়ার সময় হাত উঠিয়ে সালাম দেওয়ার কথা কুরআন-হাদিসে পাওয়া যায় না। তাই কবরবাসীকে সালাম দেওয়ার সময় হাত উঠিয়ে সালাম দেওয়া যাবে না। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন, রাসূলে কারিম (সা.) শেষ রাতে বাকী, কবরস্থানে যেতেন এবং বলতেন-
السلام عليكم دار قوم مؤمنين، وإنا إن شاء الله بكم لاحقون.
‘হে মুমিন কবরবাসী! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৪৯]
আলবাহরুর রায়েক ২/১৯৬; মিরকাতুল মাফাতীহ ৪/২১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19841&preview=true