প্রশ্ন
আমার স্বামী আমার সাজগোজ পছন্দ করেন। তিনি আমাকে বলেছেন ভ্রু প্লাক করতে। জানতে চাচ্ছি, তার নির্দেশ পালনার্থে আমি ভ্রু প্লাক করতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রূপ-সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং নিজেকে প্রকাশ করার মানসিকতা মানুষের স্বভাবজাত। তাই ইসলাম মানুষের এই স্বভাবজাত মানসিকতাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তবে এর সাথে সাথে বাড়াবাড়ি এবং কৃত্রিমতাকেও নিষেধ করেছে। ভ্রূ প্লাক করা বা কৃত্রিমভাবে ভ্রূকে চিকন করা এই বাড়াবাড়িরই অন্তর্ভুক্ত। তাই এটি জায়েয নয়। হাদিস শরিফে এ ব্যাপারে লানত এসেছে।
‘আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘আল্লাহ্ লা’নাত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অংকন করে, নিজ শরীরে উল্কি অংকণ করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রূ-চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৮৮৬]
যেহেতু এটি নিষিদ্ধ। তাই এক্ষেত্রে স্বামীর আদেশ মান্য করা আপনার উপর আবশ্যক নয়। কারণ, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لا طاعة لمخلوق في معصية الله عز و جل
‘আল্লাহ তাআলার নাফরমানী করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৯৫]
কাজেই স্বামীর আদেশ মানতে ভ্রু প্লাক করা আপনার জন্য বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19820/article-details.html