প্রশ্ন
আমি আমার এক ছোট ভাইকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাচ্ছি। সেখানে এক বছরের টিউশন ফি একবারে নিবে। জানতে চাচ্ছি, এটা তাদের জন্য বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি উক্ত প্রতিষ্ঠানের নিয়ম এমনই হয় যে, তারা সকল ছাত্র থেকে একবারে টিউশন ফি নিয়ে নেয়, তাহলে এটা তাদের জন্য জায়েয আছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
الصُّلْحُ جَائِزٌ بَيْنَ المُسْلِمِينَ، إِلَّا صُلْحًا حَرَّمَ حَلَالًا، أَوْ أَحَلَّ حَرَامًا، وَالمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ، إِلَّا شَرْطًا حَرَّمَ حَلَالًا، أَوْ أَحَلَّ حَرَامًا
‘মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩৫২]
সুতরাং উক্ত প্রতিষ্ঠানের একবারে টিউশন ফি নেওয়া বৈধ হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19702/article-details.html