প্রশ্ন
একাকি নামাজ আদায় করার সময় ইকামত দিতে হবে কি? ইকামত ছাড়া কি নামাজ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একাকি নামাজ আদায় করার সময় ইকামত দেওয়া জরুরি নয়, তবে মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, আসওয়াদ ও আলকামা (রহ.) থেকে বর্ণিত তারা বলেন-
أَتَيْنَا عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فِي دَارِه، فَقَالَ: أَصَلّى هؤُلَاءِ خَلْفَكُمْ؟ فَقُلنَا: لَا، قَالَ: فَقُومُوا فَصَلّوا، فَلَمْ يَأمُرْنَا بِأَذَانٍ وَلَا إِقَامَةٍ.
‘আমরা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর ঘরে এলাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের পেছনের লোকেরা কি নামাজ পড়েছে? আমরা বললাম, না। তিনি বললেন, (তাহলে) তোমরা দাঁড়াও, নামায পড়। তখন তিনি আমাদের আজান ও ইকামতের নির্দেশ দেননি।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৩৪]
তবে জামাতে নামাজ পড়ার সময় ইকামত দিতে হবে। অন্যথায় তা খেলাফে সুন্নত হবে।
আল বাহরুর রায়েক ১/২৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19678/article-details.html