প্রশ্ন
আমি শাফেয়ি মাযহাব মানি। আমি জানতে চাচ্ছি, আমাদের মাযহাবে মাগরিবের ফরজের পূর্বে নফল নামাজ পড়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শাফেয়ি মাযহাব মাগরিবের ফরজের পূর্বে নফল পড়ার বিষয়ে দুটি মত রয়েছে। এক মত অনুযায়ী মুস্তাহাব। আরেক মত অনুযায়ী জায়েয। তারা বলেন, হাদিস শরিফে এসেছে,
بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة، ثم قال في الثالثة : لمن شاء
রাসূল (সা.) বলেন, প্রত্যেক আযান ও ইকামতের মাঝে নামায রয়েছে। প্রত্যেক আযান ও ইকামতের মাঝে নামায রয়েছে। অতপর তৃতীয়বার বললেন, ‘যে ব্যক্তি চায়।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19570&preview=true