প্রশ্ন
আমার পা ভেঙ্গে গিয়েছে। তাই ডাক্তার প্লাস্টার করে দিয়েছে। এখন ফরজ গোসল কীভাবে করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি পলিথিন পেঁচিয়ে গোসল করতে পারেন। অতঃপর পলিথিনের অংশে মাসেহ করে নিবেন। হাদিস শরিফে এসেছে,
عن علي قال: انكسر أحد زندي فسألت رسول الله (ص) ، فأمرني أن أمسح على الجبائر
আলী (রা.) বলেন, আমার এক হাত ভেঙ্গে গিয়েছে। আমি রাসূল (সা.)কে প্রশ্ন করায় তিনি আমাকে পট্টির উপর মাসেহ করতে বলেছেন। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৬২৩]
যদি এভাবে গোসল করা সম্ভবই না হয় তাহলে তায়াম্মুম করতে পারবেন।
বাদায়েউস সানায়ে ১/৯০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19469&preview=true