প্রশ্ন
আমরা যে পাতলা মোজা পরি, শীতকালে তার উপর মাসেহ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আমাদের দেশে প্রচলিত পাতলা মোজাগুলোর উপর মাসেহ করা বৈধ নয়। কারণ মোজার উপর মাসেহ জায়েয হওয়ার জন্য তা মোটা হতে হয়। তাই আমাদের দেশে প্রচলিত চামড়ার মোজাগুলোতে মাসেহ করা যাবে।
উল্লেখ্য, মুকীম হলে একদিন একরাত পর্যন্ত মাসেহ করতে পারবে। আর মুসাফির হলে তিন দিন তিন রাত। হাদিস শরিফে এসেছে-
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم في المسح على الخفين للمقيم يوم وليلة وللمسافر ثلاث أيام ولياليهن
ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) মোজা মাসেহের ক্ষেত্রে বলেন, মুকীম এক দিন এক রাত মাসেহ করতে পারবে আর মুসাফির তিন দিন তিন রাত। [আলমুজামুল আওসাত, হাদিস: ৪৫৩০]
বাদায়েউস সানায়ে ১/৮৭; আলবাহরুর রায়েক ১/১৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19468&preview=true