প্রশ্ন
আমার এক বন্ধু তার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে। সে জানতে চায়, কোন পদ্ধতিতে তালাক দিলে ইসলামের দৃষ্টিতে ভাল হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাক ইসলামে অপছন্দনীয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أبغض الحلال إلى الله الطلاق
আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বৈধ বিষয় হল তালাক। [সুনানে কুবরা, বাইহাকি, হাদিস: ১৫২৯২]
তাই অতি প্রয়োজন ব্যতীত তালাক দেওয়া উচিত নয়। সাথে সাথে মুরব্বিদের সাথেও পরামর্শ করা। যদি তালাক দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে থাকে তাহলে এক তুহরে (হায়েয থেকে পবিত্র থাকার সময়ে) স্ত্রী সহবাস না করে স্ত্রীকে এক তালাকে রজয়ী দেওয়া। এটিই হল তালাকের উত্তম পদ্ধতি।
[আলফিকহুল ইসলামি ৯/৪৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19414&preview=true