প্রশ্ন
আমাদের ঘরে কয়েকটি পুরনো ছেঁড়াফাটা কায়দা রয়েছে। এগুলো ঘরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আমরা কী করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদ এবং কায়দা আমপারা এগুলো সম্মানিত। তাই এগুলোর সম্মান রক্ষা করে চলতে হবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
যে আল্লাহর শাআইরকে সম্মান করবে সে তা অন্তরের তাকওয়ার কারণেই করবে। [সূরা হজ্ব, আয়াত: ৩২]
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ছেঁড়াফাটা কায়দাগুলোকে কাগজে মুড়িয়ে জনমানবহীন স্থানে দাফন করে দিতে পারেন কিংবা ভারি কিছুর সাথে বেঁধে পানি ফেলে দিতে পারেন।
উমদাতুল কারী ২০/১৯; আলফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়াহ ১/৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19396&preview=true