প্রশ্ন
কেউ কেউ মনে করে যে, স্বামীর মৃত্যুর পর সাদা কাপড় পরা জরুরি। তাদের ধারণা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য চার মাস দশ দিন শোক পালন করা জরুরি। আর গর্ভবতী হলে সন্তান প্রসব করা পর্যন্ত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
যে স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্দতকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন খিযাব ও সুরমা ব্যবহার না করে। [সুনানে আবু দাউদ, হাদিস: ২২৯৮]
তাই এ সময় স্ত্রীর জন্য জরুরি হল, সাজগোজ ত্যাগ করা। তবে সাদা পোশাক পরা জরুরি নয়।
তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/২৩১; বাদায়েউস সানায়ে ৩/৩৩০; ফাতহুল বারী ৯/৪০১, ৩৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/19394/article-details.html