প্রশ্ন
আমার স্বামী কিছু দিন আগে মারা গিযেছে। আমি তার ইদ্দত পালন করছি। কিন্তু এখন আমার বাবার বাড়িতে যেতে মন চাচ্ছে। আমাকে কষ্ট করে বলবেন, আমার জন্য কি স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা জরুরি? না চাইলে অন্য কোথাও যেতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাকের ইদ্দত স্বামীর বাড়িতে থেকেই পালন করা জরুরি। তবে যদি সেখানে থাকলে কোন সমস্যা হওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে সেখান থেকে বের হয়ে অন্য কোথাও অবস্থান করতে পারবে। হাদিস শরিফে এসেছে-
ن فاطمة بنت قيس قالت قلت يا رسول الله زوجي طلقني ثلاثا وأخاف أن يقتحم علي قال فأمرها فتحولت
ফাতেমা বিনতে কায়স (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সা.)কে বলেছি, আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে এখন আমি আমার সাথে ব্যভিচারের ভয় করছি। তখন রাসূলে কারিম (সা.) আমাকে স্থানান্তর হওয়ার নির্দেশ দিয়েছেন। [সহিহ মুসলিম, হাদিস: ১৪৮২]
তবে যেখানেই যাক না কেন সেখানেই ইদ্দত পালন করতে পারবে। বিনা ওজরে আর সেখান থেকে বের হতে পারবে না।
আদ্দুররুল মুখতার ৩/৫৩৫; ফাতাওয়া তাতারখানিয়া ১২/১৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: