প্রশ্ন
আমি উমরা করার নিয়ত করেছি। এখন কোন জায়গা থেকে ইহরাম বাঁধা আমার জন্য উত্তম হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্ব ও উমরাকারী নিজ এলাকা থেকেই ইহরাম বাঁধা উত্তম। সাহাবায়ে কেরামও অনেক দূর থেকে নিজ এলাকা থেকেই ইহরাম বেঁধে আসতেন।
অবশ্য মীকাতের আগে ইহরাম বেঁধে নিলেই যথেষ্ট হয়ে যাবে।
সুনানে বায়হাকী ৫/৩১; মাবসূত, সারাখসী ৪/১৭৩; বাদায়েউস সানায়ে ২/৩৭৩; আলবাহরুর রায়েক ৩/৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/19353/article-details.html