প্রশ্ন
কারও বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির জন্য কুরআন খতম পাঠকারীরা কি তাদের দেওয়া খাবার খেতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তির জন্য কুরআন খতম করে বিনিময় গ্রহণ করা জায়েয নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
اقْرَءُوا الْقُرْآنَ وَلَا تَغْلُوا فِيهِ وَلَا تَجْفُوا عَنْهُ وَلَا تَأْكُلُوا بِهِ وَلَا تَسْتَكْثِرُوا بِهِ
তোমরা কুরআনের বিনিময় গ্রহণ করো না এবং এর দ্বারা সম্পদ বৃদ্ধি করো না। [মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৫২৯]
তবে যদি তেলাওয়াতের বিনিময় ব্যতীত এমনিতে খাওয়ায় তাহলে খাওয়া যাবে। আর এটা তখনই হবে যখন তেলাওয়াতকারীরা ব্যতীত অন্যদের জন্যও ব্যাপকভাবে খাবারের আয়োজন করা হবে।
রদ্দুল মুহতার ৬/৫৬; আলমুহীতুল বুরহানী ২৩/৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19353&preview=true