প্রশ্ন
কুরবানির গোশত দিয়ে ওলিমা করলে কোন সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খাঁটি নিয়তে কুরবানি করার পর তার গোশত যে কোন বৈধ কাজে ব্যবহার করা যেতে পারে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عن سليمان بن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن لحوم الأضاحي فوق ثلاث ليتسع ذو الطول على من لا طول له فكلوا ما بدا لكم وأطعموا وادخروا
আমি তোমাদেরকে কুরবানির গোশত তিন দিনের বেশি জমা করে রাখতে নিষেধ করেছিলাম যেন সামর্থ্যবানরা সামর্থ্যহীনদেরকে দেয়। এখন তোমরা চাইলে খেতে পার, খাওয়াতে পার এবং জমা করে রাখতে পার। [সুনানে তিরমিযি, হাদিস: ১৫১০]
সুতরাং চাইলে কুরবানির গোশত দিয়ে ওলিমা করা যাবে। এতে কোন সমস্যা নেই।
ফাতাওয়া কাযীখান ৩/৩৪৯; বাদায়েউস সানায়ে ৪/২০৮, ২২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19344&preview=true