প্রশ্ন
আমার এক বন্ধু ফরজ নামাজ পড়ছিল। আমি তার পিছনে গিয়ে তার ইকতেদা করে ফেলি। সে বুঝতে পারেনি। তার সাথে রুকু সেজদা দিই। এতে কি আমার নামাজ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামাজ আদায় হয়ে গেছে। আপনার বন্ধু বিষয়টি বুঝতে না পারলেও কোন সমস্যা নেই। কারণ ইমাম ইকতেদার নিয়ত না করলেও তার পিছনে ইকতেদা করে নামাজ পড়া যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إنما جعل الإمام ليؤتم به
ইমামকে নির্ধারণ করা হয়েছে অনুসরণের জন্য। [সুনানে তিরমিযি, হাদিস: ৩৬১]
ফাতাওয়া খানিয়া ১/৮৪; আলবাহরুর রায়েক ১/২৮৩; রদ্দুল মুহতার ১/৫৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19330&preview=true