প্রশ্ন
কাফফারার রোজার মাঝখানে ঈদ আসলে করণীয় কী.? কাফফারা নষ্ট হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাফফারা এমনভাবে রাখতে হবে যেন, তার মাঝখানে রোজা রাখার নিষিদ্ধ দিনসমূহ না পড়ে। যদি নিষিদ্ধ দিনসমূহ পড়ে তাহলে ঐ কাফফারা বাতিল হয়ে যাবে। এবং নতুন করে পূর্ণ কাফফারা রাখতে হবে।
ফাতাওয়া হিন্দিয়া ১/৫১২; তাবয়ীনুল হাকায়েক ২/২১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19329&preview=true