প্রশ্ন
কোন কোন মসজিদে দেখা যায় জামাতের সময় হলেই মুসল্লি দাঁড়িয়ে যায়। এমনকি ইমাম এসে না পৌঁছলেও তারা দাঁড়িয়ে যায়। এ ব্যাপারে শরিয়তের বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমাম সাহেব আসার আগে মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের জন্য অপেক্ষা করতে থাকা মাকরুহ। হাদিস শরিফে এসেছে,
عن جابر بن سمرة قال كان بلال يؤذن إذا دحضت فلا يقيم حتى يخرج النبي صلى الله عليه و سلم فإذا خرج أقام الصلاة حين يراه
রাসূল (সা.) বের হতে দেখলে বিলাল (রা.) ইকামাত দিতেন। [সহিহ মুসলিম, হাদিস: ৬০৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19278&preview=true