প্রশ্ন
সেকেন্ড হ্যান্ড জিনিস ক্রয় করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সেকেন্ড হ্যান্ড জিনিস ক্রয় করার জন্য শর্ত হল, বস্তুটি হারাম ও নিষিদ্ধ বস্তু না হওয়া। পাশাপাশি এ বিষয়টিও লক্ষ্য রাখতে হবে যে, বস্তুটি চোরাই মাল কিনা। কারণ শরিয়তে দৃষ্টিতে চোরাই মাল ক্রয় হারাম। হাদিস শরিফে এসেছে,
عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم أنه قال : من اشترى سرقة وهو يعلم أنها سرقة فقد اشرك في عارها واثمها
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো বস্তু চুরির মাল জেনেও ক্রয় করে তবে সেও সেই অপরাধে এবং গুনাহে শরীক হবে।’[সুনানে বায়হাকী ৫/৩৩৫]
কাজেই সেকেন্ড হ্যান্ড জিনিস ক্রয় করার সময় উক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে।
রদ্দুল মুহতার ৪/৫০৪-৫০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19229/article-details.html