প্রশ্ন
আমি একবার ভুলবশত ফজরের উভয় রাকাতে একই সূরা পড়ে ফেলি এবং সাহু সেজদা ছাড়াই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার জন্য সাহু সেজদা কি আবশ্যক ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ভুলবশত নামাজের উভয় রাকাতে যদি একই সূরা পাঠ করা হয় তাহলে তা অনুত্তম হলেও এর কারণে সাহু সেজদা আবশ্যক হয় না। একটি হাদিসে এসেছে যে, রাসূল (সা.) একবার এমনটি করেছিলেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللهِ الْجُهَنِيِّ: أَنَّ رَجُلًا مِنْ جُهَيْنَةَ أَخْبَرَهُ «أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الصُّبْحِ: {إِذَا زُلْزِلَتِ الأَرْضُ} فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا، فَلَا أَدْرِي أَنَسِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا
‘মুআয ইবনে আব্দুল্লাহ আল-জুহানী সূত্রে বর্ণিত। তিনি বলেন, জুহায়নাহ গোত্রের এক ব্যক্তি তাঁকে অবহিত করেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ফজর নামাজে উভয় রাকাতে ‘ইজা যুলযিলাতিল আরজু’ পাঠ করতে শুনেছেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলবশতঃ এরূপ করেছিলেন না ইচ্ছাকৃতভাবে, তা আমি অবহিত নই।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৮১৬]
কাজেই আপনার সেদিনের নামাজ আদায় হয়েছিল।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19173/article-details.html