প্রশ্ন
বীর্যপাত ছাড়া যদি স্বপ্ন দেখে তাহলে গোসল ফরজ হবে কি? উল্লেখ্য, স্বপ্নের কথা স্মরণ আছে। কিন্তু কোনো আদ্রতা দেখেনি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বীর্যপাত হওয়া ছাড়া স্বপ্নদোষ হলে উক্ত কারণে গাসল ফরজ হয় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
‘স্ববেগে নির্গত বীর্যের কারণে গোসল ফরজ হয়।’ [সুনানে কুবরা, হাদিস: ৭৮৯]
সুতরাং স্বপ্নের কথা স্মরণ থাকলেও কারো যদি বীর্যপাতের কোনো আলামত না দেখা যায় তাহলে গোসল ফরজ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19161/article-details.html