প্রশ্ন
বায়ুর বেগ নিয়ে নামাজ পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বায়ু ও পেশাব পায়খানার বেগ চেপে নামাজ পড়া মাকরূহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
لا يَحِلُّ لرجلٍ يُؤمِنُ بالله واليومِ الآخِرِ أن يُصلِّيَ وهو حَقِنٌ حتَّى يَتَخَفَّفَ
‘আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন ব্যক্তির জন্য পায়খানা-পেশাবের বেগ হতে মুক্ত না হয়ে নামাজ আদায় করা বৈধ নয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৯১]
তাছাড়া নামাজ আদায় করতে হয় খুশুখুজু সহকারে। কিন্তু বায়ুর বেগ থাকলে নামাজে খুশুখুজু থাকে না। কাজেই হাজত শেষ করে তারপর নামাজে দাঁড়াতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/18984/article-details.html