প্রশ্ন
বর্তমানে কিছু লোককে দেখা যায় ফজরের সময় মসজিদে গিয়ে আগে তাহিয়্যাতুল মসজিদ পড়ে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে এতে কোনো সমস্যা নেই। জানতে চাচ্ছি, তাদের কথা কি কুরআন হাদিস সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের দুই রাকাত সুন্নত ব্যতিত অন্যকোনো নফল নামাজ পড়ার সুযোগ নেই। হাদিস শরিফে এসেছে-
عَنْ حَفْصَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا طَلَعَ الْفَجْرُ لاَ يُصَلِّى إِلاَّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ وفى رواية إلا ركعتي الفجر
‘হাফসা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ফজর উদিত হবার পর ফজরের দুই রাকাত সুন্নাত ছাড়া অন্য কোন নামায পড়তেন না। [সহিহ মুসলিম. হাদিস: ১৭১১]
উক্ত ব্যক্তিদের বক্তব্য কুরআন হাদিস সমর্থিত নয়। বরং সে সময় তাহিয়্যাতুল মসজিদ না পড়ে অন্যান্য জিকির আজকার করবে।
ফাতহুল কাদীর ১/২৪০; রদ্দুল মুহতার ১/৩৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/18962/article-details.html