প্রশ্ন
আমি নফলের নিয়তে রোজা রাখা শুরু করি । দুপুর ১২ টার দিকে আমার মনে পড়ে যে, আমার উপর একটি মানতের রোযা আবশ্যক রয়েছে। তখন আমি নিয়ত পরিবর্তন করে মানতের রোজা হিসেবে রোজাটি পূর্ণ করি। আমার রোজাটি কি সঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার রোজাটি সঠিক হয়েছে। তবে তা নফল হিসেবেই গণ্য হবে। দিনের বেলা আপনি যে নিয়ত পরিবর্তন করেছেন তা কার্যকর হবে না। মানতের ওয়াজিব রোজাটি পুনরায় আপনাকে আদায় করতে হবে।
হাদিস শরিফে এসেছে, নবী (সা.) বলেন:
“যে ব্যক্তি ফজরের আগে নিয়ত পাকা করেনি তার রোযা নেই”। [সুনানে তিরমিযি ৭৩০, আলবানী সহিহুত তিরমিযি’ গ্রন্থে হাদিসটিকে সহিহ বলেছেন]
ইমাম তিরমিযি (রহ.) এ হাদিসে ব্যাখ্যায় বলেন:
“আলেমদের নিকট এই হাদিসের অর্থ হচ্ছে- যে ব্যক্তি রমযানের রোযার নিয়ত ফজরের আগে করেনি কিংবা রমযানের কাযা রোযার নিয়ত ফজরের আগে করেনি কিংবা মানতের রোযার নিয়ত রাত থেকে করেনি।”
ইমাম নববী (রহ.) বলেন:
“রমযানের রোযা, কাযা রোযা, কাফফারার রোযা, হজ্জের ফিদইয়ার রোযা ইত্যাদি ওয়াজিব রোযাগুলোর নিয়ত দিনের বেলায় করলে শুদ্ধ হবে না। এতে কোনো মতভেদ নেই।”
উল্লেখ্য যে, নফল রোযার নিয়ত রাত থেকে করা জরুরি নয়। সাহরি না খেয়ে সকালে নিয়ত করলেও তা আদায় হয়ে যাবে।
আল-মাজমু ৬২৮৯, ‘আল-মুগনী’ লি-ইবনে কুদামা ৩/২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1288/article-details.html