প্রশ্ন
আমাকে এক লোক কিছু জিনিস কেনার জন্য বাজারে পাঠিয়েছে। আমি তা আমার পরিচিত দোকান থেকে ক্রয় করলে অন্য দোকান থেকে কিছু কম রাখবে। এখন আমি কি ঐ অতিরিক্ত অংশটুকু নিজের জন্য রেখে দিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার জন্য উক্ত ছাড় গ্রহণ করা জায়েয হবে না। কারণ আপনি উক্ত ব্যক্তির পক্ষ থেকে ওয়াকিল। সুতরাং ক্রয়-বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হবে তা মূলত তাকেই দেওয়া হবে। এটার সুবিধা তিনিই ভোগ করবেন। আপনি নিজে কিনেছেন বিধায় এই সুবিধা লাভ করতে পারবেন না।
সুনানে আবু দাউদ ৪/২১০; আলবাহরুর রায়েক ৭/১৫৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18922&preview=true