প্রশ্ন
যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে সফরে থাকবে তার কুরবানির হুকুম কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির দিনগুলো অর্থাৎ যিলহজ্বের ১০, ১১ ও ১২ এই ৩ দিন পুরো সময় কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়।
তবে কুরবানির সময়ের প্রথম দিকে মুসাফির থাকার পরে ৩য় দিন কুরবানির সময় শেষ হওয়ার পূর্বে মুকীম হয়ে গেলে তার উপর কুরবানি ওয়াজিব হবে।
পক্ষান্তরে প্রথম দিনে মুকীম ছিল অতপর তৃতীয় দিনে মুসাফির হয়ে গেছে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়।
বাদায়েউস সানায়ে ৪/১৯৬, ফাতাওয়া খানিয়া ৩/৩৪৬, আদ্দুররুল মুখতার ৬/৩১৯
শরিয়তের পরিভাষায় মুসাফির হলো
যে ব্যক্তি ১৫ দিনের কম সময়ের জন্য কমপক্ষে ৪৮ মাইল (৭৭.২৪৬৪ কিলোমিটার) দূরে যাওয়ার নিয়তে নিজ লোকালয় থেকে বের হয়েছে, সে মুসাফির হিসেবে গণ্য হবে।
ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯, আসারুস সুনান পৃ: ২৬৩, ফাতাওয়া কাযীখান ৩/৩৪৪, বাদায়েউস সানায়ে ৪/১৯৫, আদ্দুররুল মুখতার ৬/৩১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1281/article-details.html