প্রশ্ন
কয়েকদিন পর আমার বিয়ে। আমি বিয়েতে মোহর হিসেবে মোহরে ফাতেমিকে নির্ধারণ করব। তাই জানতে চাচ্ছি, বর্তমানে মোহরে ফাতেমি কত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মোহরে ফাতেমি হল ৫০০ দিরহাম। হাদিস শরিফে এসেছে, মুহাম্মাদ ইবনে ইবরাহিম বর্ণনা করেন-
كان صداق بنات رسول الله صلى الله عليه وسلم ونسائه خمس مائة درهم اثني عشر أوقية ونصفا
রাসূল (সা.) এর মেয়ে ও স্ত্রীগণের মোহর ছিল ৫০০ দিরহাম। [তাবাকাতে ইবনে সাদ ৮/২২]
আধুনিক হিসেবে ৫০০ দিরহাম হল ১৩১.২৫ তোলা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা।
কেউ কেউ বলেন, বর্তমানে ১২ গ্রামের তোলা প্রচলিত নয়। বরং দশ গ্রামের তোলা প্রচলিত। সে হিসেবে বর্তমানে মোহরে ফাতেমি হবে প্রায় ১৫৪ তোলা।
যেহেতু স্বর্ণরূপার দাম উঠানামা করে তাই নির্দিষ্ট করে এর পারিমাণ বলা সম্ভব নয়। বরং জুয়েলারি দোকান থেকে আপনাকে এ পারিমাণ রূপার দাম জেনে নিতে হবে।
শরহু মুখতাসারিত তাহাবী ৪/৩৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18876&preview=true