প্রশ্ন
নারীরা বিভিন্ন প্রয়োজনে বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করলে কি কোনো অসুবিধা আছে? দলিল সহকারে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী এবং মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষের অবস্থানে কিংবা কোন উম্নুক্তস্থানে নারীদের জন্য শরীরে বা কাপড়ে সুগন্ধি ব্যবহার করে বের হওয়া সম্পূর্ণ হারাম।
এ প্রসঙ্গে কয়েকটি সহিহ হাদিস উল্লেখ করা হলঃ-
১। আবু মুসা আল-আশআরী (রা.) থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ(সা.) বলেছেন:
“যে নারী সুগন্ধি মেখে (পুরুষ) জনসমষ্টির পাশ দিয়ে গমন করে যাতে করে তার সুগন্ধি তাদের নাকে লাগে, সে নারী ব্যভিচারী।” [সুনানুন নাসায়ি,হাদিস: ৫১২৬]
২। যয়নব আল-সাকাফিয়্যা (রা.) থেকে বর্ণিত আছে যে, নবী (সা.) বলেন: “যদি তোমাদের কেউ (সম্বোধন নারীকে) মসজিদে আসতে চায় সে যেন সুগন্ধি স্পর্শ না করে”। [সহিহ মুসলিম,হাদিস: ৪৪৩]
৩। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন,
রাসূলুল্লাহ(স.) বলেছেন:
“যে নারী ধূপ দ্বারা সুবাসিত হয়েছে, সে যেন আমাদের সাথে শেষ-এশার নামাযে হাযির না হয়”। [সহিহ মুসলিম]
৪। আবু হুরায়রা (রা.) সম্পর্কে মুসা বিন ইয়াসার বর্ণনা করেন,
“এক নারী তাঁর পাশ দিয়ে যাচ্ছিল যার শরির থেকে তীব্র সুঘ্রাণ আসছিল। তখন তিনি বললেন: ওহে পরাক্রমশালীর বান্দী, তুমি কি মসজিদে যেতে চাও? মহিলাটি বলল: হ্যাঁ। তিনি বললেন: মসজিদে যাওয়ার জন্যই সুগন্ধি মেখেছ? মহিলাটি বলল: হ্যাঁ। তিনি বললেন: তবে তুমি ফিরে যাও এবং গোসল কর। কারণ আমি রাসূলুল্লাহ (সা.)কে বলতে শুনেছি: “যে নারী তীব্র সুঘ্রাণ নিয়ে মসজিদে আসবে আল্লাহতার নামায কবুল করবেন না; যতক্ষণ না সে নারী বাড়ীতে ফিরে গিয়ে গোসল করে আসে।”
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1278/article-details.html