প্রশ্ন
আমাদের মাদরাসার সামনে মসজিদ। তার অপর পাশে ক্যান্টিন। তো ঐ ক্যান্টিনে জুতা ছাড়া সহজে যাওয়ার জন্য আমরা মসজিদের ভেতর দিয়েই সেখানে চলে যাই। এতে কি কোন সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদকে চলাচলের রাস্তা বানাতে হাদিস শরিফে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, তোমরা মসজিদকে গমনাগমনের রাস্তা বানিও না। তা নামাজ ও যিকিরের জন্য গ্রহণ কর। [আলমুজামুল কাবীর, তবারানী ১২/২৪২]
তাই স্বাভাবিক অবস্থায় মসজিদকে যাতায়াতের রাস্তা বানানো জায়েয হবে না। তবে কখনো প্রয়োজন হলে ভিন্ন কথা। সে ক্ষেত্রেও মসজিদে প্রবেশের পর কিছু আমল করে নেওয়া ভাল হবে।
আদ্দুররুল মুখতার ১/৬৫৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18864&preview=true