প্রশ্ন
اللَّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدِكَ يَوْمَ الْقِيَامَةِ এই দরূদটি পাঠ করলে কি রাসূল (সা.)-এর সুপারিশ লাভ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, একটি হাদিসে উক্ত দরূদের বিবরণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
مَنْ صَلَّى عَلَى مُحَمَّدٍ، وَقَالَ: اللَّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدِكَ يَوْمَ الْقِيَامَةِ، وَجَبَتْ لَهُ شَفَاعَتِي
‘যে মুহাম্মাদ (সা.)-এর উপর দরূদ পাঠ করবে এবং বলবে, ‘হে আল্লাহ, আপনি তাকে কিয়ামতের দিন আপনার নিকটতম স্থানে অধিষ্ঠিত করুন’। তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে।’ [আল মুজামুল আওসাত তাবরানী, হাদিস: ৩২৮৫; মুসনাদুল বাযযার, হাদিস: ২৩১৫]
সুতরাং উক্ত দরূদ পাঠ করতে কোনো অসুবিধা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://drkhalilurrahman.com/18793/article-details.html