প্রশ্ন
নামাজরত অবস্থায় আকাশের দিকে তাকানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজরত অবস্থায় আকাশেল দিকে তাকানো মাকরূহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلَاتِهِمْ؟. فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ، حَتَّى قَالَ: لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ، أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ
‘লোকদের কী হলো যে, তারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায়? এ ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন; এমনকি তিনি বললেন, যেন তারা অবশ্যই এ হতে বিরত থাকে, অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়া হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৫০]
কাজেই নামাজরত অবস্থায় আকাশের দিকে তাকানো যাবে না। কারণ তা খুশুখুজু পরিপন্থী। বরং সেজদার স্থানের তাকিয়ে নামাজ পড়তে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://drkhalilurrahman.com/18785/article-details.html