প্রশ্ন
কারো যদি টয়লেটের বেগ হয় এবং জামাতও শুরু হয়ে যায় তাহলে সে টয়লেটের বেগ নিয়ে জামাতে শরিক হবে, নাকি আগে টয়লেটের হাজত সারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের ওয়াক্ত থাকার শর্তে কারো যদি টয়লেটের বেগ হয় এবং জামাতও শুরু হয়ে যায় তাহলে আগে টয়লেটের হাজত সারবে। হাদিস শরিফে এসেছে,
عن عبد الله بن الأرقم: أنَّه خرج حاجّاً، أو معتَمِراً، ومعه الناسُ وهو يؤمُّهم، فلمَّا كانَ ذاتَ يومٍ أقامَ الصَّلاةَ صلاةَ الصُّبح، ثم قال: ليَتَقدَّم أحدُكم، وذهبَ الخلاءَ، فإنِّي سمعتُ رسولَ الله – صلى الله عليه وسلم – يقول: إذا أرادَ أحدُكم أن يذهبَ الخلاءَ وقامَتِ الصلاةُ، فليَبدَأ بالخَلاء
‘আব্দুল্লাহ ইবনু আরক্বাম (রা.) সূত্রে বর্ণিত। তিনি হজ বা উমরার উদ্দেশ্যে বের হলেন। তার সঙ্গে কিছু লোক ছিল। তিনি তাদের ইমামতি করতেন। একদিন ফজরের নামাজ আরম্ভ হতে যাচ্ছে, এমতাবস্থায় তিনি বললেন, তোমাদের কেউ ইমামতি করুক। এই বলে তিনি পায়খানায় চলে গেলেন। (ফিরে এসে বললেন,) নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, নামাজ শুরুর সময়ে তোমাদের কারো পায়খানার বেগ হলে প্রথমে সে যেন পায়খানা সেরে নেয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৮৮]
তবে ওয়াক্তে সংকীর্ণতা থাকলে জামাতে শরিক হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://drkhalilurrahman.com/18763/article-details.html