প্রশ্ন
আমাদের এলাকায় এক নারী বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সেখানে তার এক ছেলে হয়। কিছুদিন আগে সেই নারী মারা যায়। জানতে চাচ্ছি, সেই ছেলে এই নারীর মিরাছ লাভ করবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জারজ সন্তানের বংশসূত্র তার মা থেকে প্রমাণিত হয়। পিতা থেকে নয়। এ কারণে সে তার পিতা থেকে মিরাছ পায় না। হাদিস শরিফে এসেছে,
عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، أن رسول الله صلى الله عليه وسلم قال: أيما رجل عاهر بحرة أو أمة فالولد ولد زنا لا يرث ولا يورث
‘আমর ইবনে শুয়াইব তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি কোনো স্বাধীন নারী অথবা বাদীর সথে ব্যভিচারে লিপ্ত হলো (এবং তাতে সন্তান জন্ম নিল) তাহলে সেটা জারজ সন্তান। সে ব্যভিচারী থেকে মিরাস পাবে না, ব্যভিচারীও তার থেকে মিরাস পাবে না।’ [সুনানে তিরমিযী,হাদিস: ২১১৩]
যেহেতু জারজ সন্তানের বংশসূত্র মা থেকে সাব্যস্ত হয়, একারণে সে তার মা থেকে মিরাছ পেয়ে থাকে।
সুতরাং উক্ত ছেলে তার মায়ের মিরাছ লাভ করবে।
রদ্দুল মুহতার ৬/৮০০; তাবয়ীনুল হাকায়েক ৬/২৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://drkhalilurrahman.com/18755/article-details.html