প্রশ্ন
আমরা সাধারণত কুরবানির ঈদের এক সপ্তাহ কিংবা তার পূর্বেই কুরবানির পশু ক্রয় করে থাকি। মাঝের এ সময়টুকুতে কি উক্ত পশু থেকে কোনো উপকৃত হওয়া যাবে? এ সময়েগাভীর ওলানে দুধ এসে গেলে কী করণীয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির পশু ক্রয় করার পর জবাই করার পূর্বে তা থেকে কোনো ধরনের উপকার গ্রহণ করা জায়েয নেই। উদাহরণস্বরূপ:- তা দিয়ে হাল চাষ করানো, তার উপর আরোহণ করা, তার পশম কাটা ইত্যাদি কাজ করা যাবে না।
যদি কেউ ভুলবশত না জেনে তা করে ফেলে, তাহলে উক্ত কাজের সমপরিমাণ বাজারমূল্য তাকে সদকা করতে হবে
মুসনাদে আহমদ ২/১৪৬, নায়লুল আওতার ৩/১৭২, ইলাউস সুনান ১৭/২৭৭, কাযীখান ৩/৩৫৪, আলমগীরী ৫/৩০০
গাভির ওলানে দুধ এসে গেলে কী করণীয়
জবাই করার সময় যদি খুব নিকটবর্তী হয় এবং দুধ দহন না করলে পশুর তেমন কোনো কষ্ট হবে না বলে মনে হয়, তাহলে দুধ দহন করা থেকে বিরত থাকবেন। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন, এতে দুধের চাপ কমে যাবে।
আর যদি দুধ দহন না করার কারণে পশুর অনেক কষ্ট হয়, তাহলে দুধ দহন করে তা গরিবদের সদকা করে দিবেন।
মুসনাদে আহমদ ২/১৪৬, ইলাউস সুনান ১৭/২৭৭, রদ্দুল মুহতার ৬/৩২৯, কাযীখান ৩/৩৫৪, আলমগীরী ৫/৩০১
তেমনি ভাবে গর্ভবতী কোনো কুরবানির পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করে দিতে হবে। জবাই করে ফেললে সেই বাচ্চার গোশত সদকা করে দিতে হবে।
আলমগীরী ৫/৩০১, রদ্দুল মুহতার ৬/৩২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1255/article-details.html