প্রশ্ন
কোনো মুসলমানকে মুরতাদ বলে গালি দেওয়া বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনো মুসলমানকে মুরতাদ বলে গালি দেওয়া হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لاَ يَرْمِي رَجُلٌ رَجُلاً بِالْفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالْكُفْرِ، إِلاَّ ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ
‘একজন অপর জনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং একজন অন্যজনকে কাফির বলে অপবাদ না দেয়। কেননা, অপরজন যদি তা না হয়, তবে সে অপবাদ তার নিজের উপরই আপতিত হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬০৪৫]
কেউ মুরতাদ না হওয়ার পরও কেউ যদি তাকে মুরতাদ বলে ডাকে তাহলে যে ব্যক্তি ডেকেছে তার জন্য এটি মারাত্মক ক্ষতির কারণ হবে। তাই এ জাতীয় কাজ থেকে বিরত থাকা একান্ত অপরিহার্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://drkhalilurrahman.com/18717/article-details.html