প্রশ্ন
এশার নামাযের সময় কখন শেষ হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এশার নামাযের উত্তম সময় অর্ধ রাত পর্যন্ত প্রলম্বিত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الْأَوْسَطِ
‘এশার ওয়াক্ত থাকে মধ্য রাত্রি পর্যন্ত।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬১২]
এ হাদিসের ব্যাখ্যায় সহিহ মুসলিমের ব্যাখ্যাকার ইমাম নববি (রহ.) তার কিতাবে লিখেন,
مَعْنَاهُ وقت لأدائها اختيارا أما وَقْتُ الْجَوَازِ فَيَمْتَدُّ إِلَى طُلُوعِ الْفَجْرِ الثَّانِي
‘উক্ত হাদিসের ব্যাখ্যা হল, অর্ধ রাত উত্তম সময়। আর বৈধ সময় ফজর পর্যন্ত প্রলম্বিত।’ [শরহুন নববি ৫/১১১]
কাজেই এশার উত্তম সময় হল অর্ধ রাত। কিন্তু ওজর ছাড়া শেষ রাত পর্যন্ত বিলম্ব করার সুযোগ থাকলেও তা মাকরূহ হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://drkhalilurrahman.com/18711/article-details.html