প্রশ্ন
একটি বইয়ে পড়লাম, সালাফদের থেকে নাকি এ কথা পাওয়া যায় যে, কুরআন মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়া উত্তম। আসলেই কি এমন কিছু পাওয়া যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ সালাফ থেকে এ কথা পাওয়া যায় যে, কুরআন মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়ায় সওয়াব বেশি। তবে এটি সর্ববাস্থার জন্য নয়। বরং এই বিষয়টি তাদাব্বুর তথা কুরআন বুঝে ও মনোযোগের সাথে পড়ার সাথে সম্পৃক্ত। কারো যদি দেখে পড়া চেয়ে মুখস্থ পড়ায় মনোযোগ বেশি থাকে তাহলে তার জন্য দেখে পড়ার চেয়ে মুখস্থ পড়ায় সওয়াব বেশি হবে। ইমাম নববি (রহ.) তার কিতাবে লিখেন,
قراءة القرآن في المصحف أفضل من القراءة من حفظه ، هكذا قاله أصحابنا، وهو مشهور عن السلف رضي الله عنهم، وهذا ليس على إطلاقه، بل إن كان القارئ من حفظه يحصل له من التدبر والتفكّر وجمع القلب والبصر أكثر مما يحصل من المصحف، فالقراءة من الحفظ أفضل، وإن استويا، فمن المصحف أفضل، وهذا مراد السلف
‘কুরআন মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়া উত্তম। আমাদের উলামগণ এমনই বলেছেন। সালফে সালেহিন থেকেও এটি প্রসিদ্ধ। তবে এটি সর্ববাস্থায় নয়। যদি পাঠকের মুখস্থ তেলাওয়াতের ক্ষেত্রে মনোযোগ এবং মন ও দৃষ্টির মিলন ঘটে, যা দেখে পড়ার ক্ষেত্রে হয় না, তাহলে তার জন্য মুখস্থ পড়া উত্তম। আর উভয়ই বরাবর হয় তাহলে দেখে পড়া উত্তম। এটিই সালফে সালেহিনগণ উদ্দেশ্য নিয়েছেন।’ [আল আযকার পৃ. ১০৭]
কাজেই মুখস্থ পড়লে যদি মনোযোগ বেশি আসে তাহলে মুখস্থ পড়াই উত্তম হবে এবং সওয়াব বেশি হবে। অন্যথায় কুরআন দেখে পড়লে সওয়াব বেশি হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18599&preview=true