প্রশ্ন
আমার চাচা সরকারী ব্যাংকের ম্যানেজার ছিলেন। তিনি এখন রিটায়ার্ড করেছেন। তার জন্য কি পেনশন নেওয়া জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদী ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করা কিছুতেই বৈধ নয়। কারণ ইসলামে সুদ আদান-প্রদান এবং সুদের সাথে সংশ্লিষ্টতা রাখা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে-
عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন : “যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। [মুসনাদে আহমাদ, হাদিস: ৩৮০৯]
যেহেতু এখানে তার মূল কাজটিই বৈধ ছিল না সেহেতু এ চাকরির পেনশনও তার জন্য বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18598&preview=true