প্রশ্ন
একটা সুদী ব্যাংক থেকে লটারি ছাড়া হয়েছে। সেটায় কি অংশ গ্রহণ করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এ ধরনের লটারিতে অংশগ্রহণ করা বৈধ নয়। কারণ এতে সুদের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়া প্রচলিত লটারিগুলোতে জুয়া হয়ে থাকে। তাই তাতে অংশগ্রহণ করা জায়েয হবে না। হাদিস শরিফে এসেছে,
عن جابر، قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا، ومؤكله، وكاتبه، وشاهديه
‘জাবির (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী এবং সুদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লানত করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18596&preview=true