প্রশ্ন
জনৈক ব্যক্তি সুদী ব্যাংকে চাকরি করে। তার অনেক জমিজমাও আছে। তার উপর হজ্ব ফরজ হয়েছে। তাই সেই সুদী ব্যাংক থেকে প্রাপ্ত টাকা দিয়ে তার হজ্ব আদায় করেছে। তার কি এই হজ্ব আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্ব একটি ইবাদত। এটি করতে হবে হালাল উপার্জন দিয়ে। তাই হারাম উপার্জন দিয়ে হজ্ব করলে সেটা দ্বারা যদিও হজ্ব আদায় হয়ে যাবে। তবে এর দ্বারা কোন সাওয়াব লাভ হবে না। হাদিস শরিফে এসেছে-
عن بن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول
রাসূল (সা.) বলেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। আর আত্মসাতের টাকা থেকে সদকা করলে তা কবুল হবে না’। [সুনানে তিরমিযি, হাদিস: ১]
তাই হজ্বের সওয়াব পেতে চাইলে উক্ত ব্যক্তিকে পুনরায় হালাল টাকা দিয়ে হজ্ব আদায় করতে হবে।
ফাতহুল কাদীর ২/৩১৯; আলবাহরুর রায়েক ২/৩০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২২০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18343&preview=true