প্রশ্ন
পিঁপড়া মারা জাযেয আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পিঁপড়া যদি কোন ক্ষতি না করে তাহলে শুধু শুধু মারা জায়েয হবে না। তবে যদি তা ক্ষতি করে তাহলে মারা যাবে। ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন-
عَنْ إبْرَاهِيمَ قَالَ : إذَا آذَاك النَّمْلَ فَاقْتُلْهُ.
পিঁপড়া তোমাকে কষ্ট দিলে তুমি তা মেরে ফেলতে পার। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৭১৮৯]
আলবাহরুর রায়েক ৮/২০৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18298&preview=true