প্রশ্ন
কোন প্রতিষ্ঠানের পাঠাগার থেকে বই আনার পর যদি তাতে ভুল পাওয়া যায় তাহলে কি তা কেটে ঠিক করে দেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, পাঠাগারের বই এনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তাতে কাটাকাটি করা কিংবা কোন দাগ দেওয়া বৈধ নয়।
আর যদি তাদের অনুমতি থাকেও তবু সুনিশ্চিত না হয়ে কাটাকাটি করা উচিত নয়। এ ক্ষেত্রেও সরাসরি বইয়ের মধ্যে না কেটে, না লিখে আালাদা কাগজে সঠিকটি লিখে ঐ পৃষ্ঠায় রেখে দেওয়া ভাল।
খুলাসাতুল ফাতাওয়া ৪/২৯৪; আদ্দুররুল মুখতার ৫/৬৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18295&preview=true