প্রশ্ন
তাবলীগে গেলে কোথাও কোথাও এই কথা বলা হয় যে, দাওয়াতের কাজে বের হওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ফযিলতটি আমরা খুঁজে পাইনি। এটি একটি বানোয়াট ফযিলত। দাওয়াতের কাজের জন্য আরও অনেক ফযিলত সহিহ ভাবে প্রমাণিত রয়েছে। তাই এ ধরনের বানোয়াট ফযিলত বলা থেকে বিরত থাকতে হবে। হাদিস শরিফে এসেছে-
مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ১০৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18532&preview=true