প্রশ্ন
জনৈক বৃদ্ধ নামাজ পড়ার সময় দুই সেজদার মাঝে আধা হাত পরিমাণ মাথা উঠিয়েই দ্বিতীয় সেজদায় চলে যায়। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, তিনি সারা জীবন এভাবেই করেছেন। এখন তার পিছনের নামাজগুলোর কী হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা ওয়াজিব। উক্ত ব্যক্তি এই ওয়াজিব ত্যাগ করায় তার পিছনের নামাজগুলো মাকরুহে তাহরীমী হয়েছে। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, নবি করিম (সা.) মসজিদে প্রবেশ করার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামায পড়ল। অতপর এসে নবি করিম (সা.) কে সালাম দিল। নবি করিম (সা.) তার সালামের জওয়াব দিয়ে বললেন, ফিরে যাও। আবার নামায পড়। কেননা তুমি তো নামায পড়নি। সে পুনরায় নামায পড়ার পর এসে নবি করিম (সা.)কে সালাম দিল। তিনি বললেন, ফিরে যাও, আবার নামায পড়। কেননা তুমি তো নামায পড়নি। (তিনবার এরূপ হল)। সে বলল, যে সত্তা আপনাকে সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন তার শপথ, আমি এর চেয়ে উত্তম তরীকায় নামায পড়তে জানি না। তাই আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি নামাযে দাঁড়াবে তখন তাকবীর বলবে, অতপর কুরআনের যতটুকু তিলাওয়াত করা তোমার জন্য সম্ভব ততটুকু তিলাওয়াত কর। তারপর ধীরস্থিরভাবে রুকু কর। অতপর সোজা স্থির হয়ে দাঁড়াও। অতপর ধীরস্থিরভাবে সিজদা কর, এরপর ধীরস্থির হয়ে বস, তারপর ধীরস্থিরভাবে সিজদা কর, তোমার পুরো নামায এভাবেই আদায় কর। [সহিহ বুখারি, হাদিস: ৭৯৩]
এখন উক্ত ব্যক্তির কর্তব্য হল, পিছনের কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সামনের নামাজগুলো নিয়মানুযায়ী পড়া।
আলমাবসূত, সারাখসী ১/১৮৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18531&preview=true