প্রশ্ন
মোহরে ফাতেমি কাকে বলে এবং এর পরিমাণ কত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নবী (সা.) নিজ কন্যা জান্নাতী মহিলাদের সর্দার হযরত ফাতিমা (রা.) কে হযরত আলী (রা.) এর সাথে বিবাহ দেওয়ার সময় যে মহর নির্ধারণ করেছিলেন, তাকেই মহরে ফাতেমি বলে।
মোহরে ফাতেমির পরিমাণ
মোহরে ফাতেমির পরিমাণ হলো সাড়ে বার উকিয়া বা পাঁচশত দিরহাম। আধুনিক হিসেবে হয় ১৩১.২৫ তোলা বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপা। এক দিরহামের ওজন হলো ৩.০৬১৮ গ্রাম।
বর্তমান বাজারে প্রতি তোলা রূপার মূল্য ১০০০ টাকা হলে মোহরে ফাতেমির পরিমাণ হবে ১৩১৫০০ টাকা।
হাদিস শরিফে এসেছে,
রাসূল (সা.) এর কন্যাদের মোহর ছিল সাড়ে বার উকিয়া বা পাঁচশত দিরহাম। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১৬৬৩০]
উল্লেখ্য যে, বিভিন্ন সময় রূপার দাম উঠানামা করে। তাই প্রশ্নকারী এবং পাঠকদের অবশ্যই বর্তমান রূপার মূল্য জেনে নিতে হবে।
সুনানে আবু দাউদ ১/২৯৪, জাওয়াহেরুল ফিক্বহ ৩/৪১০, আপকি মাসায়েল ৬/২৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1225/article-details.html