প্রশ্ন
উটের নেসাব কী? কয়টা উট থাকলে যাকাত আবশ্যক হয়? বিষয়টি একটু জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উটের নেসাব হল ৫টি। ৫টি উটের উপর এক বছর অতিক্রান্ত হলে যাকাত আবশ্যক হবে। অন্যথায় যাকাত আসবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
يْسَ فِيْمَا دُوْنَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ مِنَ الإِبِلِ-
‘পাঁচের কম সংখ্যক উটের যাকাত নেই। [সহিহ বুখারি, হাদিস: ১৪৪৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18456&preview=true