প্রশ্ন
জনৈকা মহিলার স্বামী মারা যাওয়ার দশ দিনের মাথায় ডিএনসি করতে হয়েছে। বাচ্চার তখনো কোন অঙ্গ প্রকাশ পায়নি। এ মহিলার কি ইদ্দত শেষ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু বাচ্চার অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ হওয়ার পূর্বেই ডিএনসি করা হয়েছে তাই এর দ্বারা ইদ্দত পালন হয়নি। তাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তারা (স্ত্রীগণ) নিজেরা চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে। [সুরা বাকারা, আয়াত: ২৩৪]
ফাতাওয়া হিন্দিয়া ১/৫৮২; বাদায়েউস সানায়ে ৩/৩১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18410&preview=true